কিছু দরকারী কথা মস্তিকে গেঁথে রাখবেন।
কিছু দরকারী কথা
জেনে রাখা ভাল।।
১। মাগরিবের আজানের সময়
পুকুরপাড়,বাঁশঝাড়, তালগাছ, সুপারীগাছ, বাসার ছাদ
অথবা অন্ধকার রুমে থাকবেন না।
অস্বাভাবিক কিছু.দেখে ফেলতে পারেন।
২। গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বামপাশ
থেকে আপনাকে ক্রস
করার চেষ্টা করছে, তবে এটাকে কোনভাবেই বামপাশ দিয়ে ক্রস করতে দেবেন না। আপনার ক্ষতি হতে পারে।
৩। চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না। আপনি ভুল পথে যাবেন তাহলে। অর্থাৎ, আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে।
৪। যদি দেখেন, বাঁশঝাড়ের কোন একটি বাঁশ কোন কারন ছাড়াই নিচু হয়ে আছে, তবে, ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার ক্ষতি হতে পারে।
৫। আপনি রাতের বেলা কোন লোকের
পিছনে অনেকগুলো কুকুর লাইন
বেঁধে যেতে দেখেন, তবে, ভুলেও ঐ পথে যাবেন না। কারন, লোকের পিছনে কুকুর ঘুরার ব্যাপারটা অনে খারাপ কিছু
নির্দেশ করে।
৬। ঘুম ভাঙ্গার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে,
তবে সাহসীকতার সাথে বিষয়টা অবহেলা করুন। আর চুপচাপ রুম
থেকে বেরিয়ে যান।
৭। রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, তবে ঐ ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না। যদি যান তো, আর নাও
ফিরে আসতে পারেন।
৮। রাতে পথ চলার সময় যদি অনুভব
করেন কিছু একটা আপনার পিছন পিছন আসছে,কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, তাহলে সাহস করে পাশাপাশি কোনো কবরস্থানে ঢুকে পরুন। কবরস্থান খুবই পবিত্রস্থান।
৯। পুরনো খালি বাড়ি ও স্মশানঘাট
যতটা সম্ভব এড়িয়ে চলুন।
১০। কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না। আপনি কি করছেন
তা বোঝার আগেই আপনার অপূরণীয়
ক্ষতি হয়ে যেতে পারে।
১১। রাতের বেলা কখনোই মাজারের
পাশদিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না। দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি কথা গুলো আপনার
মস্তিষ্কে গেঁথে রাখবেন।
জেনে রাখা ভাল।।
১। মাগরিবের আজানের সময়
পুকুরপাড়,বাঁশঝাড়, তালগাছ, সুপারীগাছ, বাসার ছাদ
অথবা অন্ধকার রুমে থাকবেন না।
অস্বাভাবিক কিছু.দেখে ফেলতে পারেন।
২। গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বামপাশ
থেকে আপনাকে ক্রস
করার চেষ্টা করছে, তবে এটাকে কোনভাবেই বামপাশ দিয়ে ক্রস করতে দেবেন না। আপনার ক্ষতি হতে পারে।
৩। চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না। আপনি ভুল পথে যাবেন তাহলে। অর্থাৎ, আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে।
৪। যদি দেখেন, বাঁশঝাড়ের কোন একটি বাঁশ কোন কারন ছাড়াই নিচু হয়ে আছে, তবে, ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার ক্ষতি হতে পারে।
৫। আপনি রাতের বেলা কোন লোকের
পিছনে অনেকগুলো কুকুর লাইন
বেঁধে যেতে দেখেন, তবে, ভুলেও ঐ পথে যাবেন না। কারন, লোকের পিছনে কুকুর ঘুরার ব্যাপারটা অনে খারাপ কিছু
নির্দেশ করে।
৬। ঘুম ভাঙ্গার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে,
তবে সাহসীকতার সাথে বিষয়টা অবহেলা করুন। আর চুপচাপ রুম
থেকে বেরিয়ে যান।
৭। রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, তবে ঐ ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না। যদি যান তো, আর নাও
ফিরে আসতে পারেন।
৮। রাতে পথ চলার সময় যদি অনুভব
করেন কিছু একটা আপনার পিছন পিছন আসছে,কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, তাহলে সাহস করে পাশাপাশি কোনো কবরস্থানে ঢুকে পরুন। কবরস্থান খুবই পবিত্রস্থান।
৯। পুরনো খালি বাড়ি ও স্মশানঘাট
যতটা সম্ভব এড়িয়ে চলুন।
১০। কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না। আপনি কি করছেন
তা বোঝার আগেই আপনার অপূরণীয়
ক্ষতি হয়ে যেতে পারে।
১১। রাতের বেলা কখনোই মাজারের
পাশদিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না। দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি কথা গুলো আপনার
মস্তিষ্কে গেঁথে রাখবেন।
✓বি:দ্র: যে কোন কাজ করার পূর্বে ভালো গুরুর অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করুন, অন্যথায় ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তবে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
+88 01980482475